অদ্য ০২/০৩/২০২৫খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন, ঘাটাইল এর যৌথ উদ্যোগে ঘাটাইল উপজেলায় ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। ঘাটাইল উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) জনাব সাবরিন আক্তার এর নেতৃত্বে ঘাটাইল উপজেলায় ০৪ (চার) টি ইটভাটায় অভিযান পরিচালনা করে মোট ২৬,০০,০০০/- (ছাব্বিশ লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ইটভাটা বন্ধের নির্দেশ প্রদান করা হয়। উক্ত অভিযানে নিম্ন স্বাক্ষরকারী
প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ এর টীম উপস্থিত থেকে আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন।
পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।